Site icon janatar kalam

সরকার গঠনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল আইপিএফটি সরকার গঠনের পরও তা পূরন হয়নি- বুদ্ধিরায় দেব্বর্মা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আসন্ন এ ডি সি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে জনজাতির দলগুলোতে যোগদান অব্যাহত। শনিবার আইপিএফটি ছেড়ে ১৫ জন কর্মী সমর্থক নিয়ে আইপিএফটি ত্রিপুরাহা -তে যোগদান করেন বুদ্ধিরায় দেববর্মা। এদিন যোগদান হয় আগরতলা প্রেসক্লাবে। পরে বুদ্ধিরায় দেববর্মা বলেন, আইপিএফটি দল রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠা করার আগে প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরা ল্যান্ডের। কিন্তু সরকার প্রতিষ্ঠিত হলেও পৃথক রাজ্যের দাবি পূরণ করেনি রাজ্যের আইপিএফটি। আইপিএফটি মিথ্যা কথা বলে বিজেপি -র সাথে জোট হয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছে। উপজাতির অংশের মানুষের মধ্যে মিথ্যা অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ তুলেন। এদিন যোগদান সভায় আইপিএফটি ত্রিপুরাহা সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা দলীয় কর্মীদের হাতে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। এছাড়া উপস্থিত ছিলেন বুদ্ধ

Exit mobile version