জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- পূর্ব ঘোষণা অনুযায়ী 15 ই অক্টোবর পাঁচ দফা দাবির ভিত্তিতে রাজ্যের এডিসি এলাকাগুলিতে 24 ঘন্টা বন্ধে বসল আইপিএফটি। দাবি গুলি মূলত পৃথক রাজ্য গঠন ককবরক ভাষা কে অষ্টম তপশিলি জাতি ভুক্ত করা এবং হাই পাওয়ার মরালিটি এম্পাওয়ার্মেন্ট রিপোর্ট দ্রুত পাস করা সহ 5 দফা দাবির ভিত্তিতে আজকের এই কর্মসূচি। এদিন বক্তব্য রাখতে গিয়ে আইপিএফটি নেতৃত্ব যে দাবিগুলো কে কেন্দ্র করে এই ডাকা হয়েছে সেই দাবিগুলিকে বিস্তারিতভাবে তুলে ধরলেন। সরকারে থাকার পরও তাদের এই আন্দোলন কতটুকু সার্থক হবে তাছাড়া ত্রিপুরা ল্যান্ডের দাবি নিয়ে নিজেদের আন্দোলন কতটুকু চালিয়ে যেতে পারবেন সেটাই এখন দেখার বিষয়।