Site icon janatar kalam

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রাথমিক ড্রিল কে বিদ্যালয় স্তরে অন্তর্ভুক্ত করার দিকে লক্ষ রেখে কাজ করে চলছে সরকার- মুখ্যমন্ত্রী

জনতার কলম, ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার রাজ্য মহাকরণে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং অর্থ দপ্তরের উদ্যোগে ডিজাস্টার রিডাকশন ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় তাছাড়া উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী শ্রী এনসি দেববর্মা মহোদয় ও। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলার নেতা মন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তালাপ করে অনুষ্ঠানটি পালন করেন এবং বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের বিদ্যালয় স্তরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রাথমিক ড্রিল কে বিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করার দিকে লক্ষ রেখে কাজ করে চলছে সরকার বলে জানান। তাছাড়া কেন্দ্রীয় সরকারের আপাদমিত্র প্রকল্পকে লাগু করার কথা জানান তিনি। পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরের নাম পাল্টিয়ে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস রাখা হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version