Site icon janatar kalam

চাকুরীর স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব নয়ঃ- চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ কোনরকম প্রেস রিলিজ ছাড়াই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মৌখিক আশ্বাসে চাকরিচ্যুত 10323 শিক্ষক-শিক্ষিকারা আশার বাণী দেখছেন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মৌখিক আশ্বাস কতটুক দূরত্ব কতটুকু বাস্তবে পরিণত হবে সেটা নিয়ে রয়েছে সংশয় তাদের মনে। 10323 শিক্ষক শিক্ষিকারা চাকুরিচ্যুতির পূর্বে গ্রামীণ ব্যাংক থেকে বিভিন্ন খাতে ঋণ নিয়েছিলেন তারপর চাকুরিচ্যুতির ফলে আর্থিক ভাবে ভেঙে পড়ায় ঋণ পরিশোধ করতে পারছেন না বলেই তারা সোমবার রাজধানীর উজান অভয়নগর স্থিত গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের দ্বারস্থ হন তাদের ঋণের নোটিশ যেন এই মাসে ইস্যু করা না হয়। তাছাড়া পুজোর এই দিনগুলি যেন ভালোভাবে কাটাতে পারেন এবং পুজোর পরে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে পুনরায় সাক্ষাৎ করে তাদের চাকরির ব্যাপারে আবার আলোচনা করে নিশ্চিন্ত হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেল ব্যাংকের ঋণ পরিশোধ করার ব্যাপারে চিন্তাভাবনা করবেন বলে জানিয়েছেন 10323 এর শিক্ষিকা ডালিয়া দাস। তাছাড়া এদিন 10323 শিক্ষক-শিক্ষিকারা আরো জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 10323 এর তিনটি সংগঠন কে ডেকে যে মৌখিক আশ্বাস দিয়েছিলেন তা যদি আগামী দু’মাসের মধ্যে পূরন না করা হয় তাহলে তারা আবার আলোচনায় যেতে বাধ্য হবেন বলে জানান। তাতে বোঝা যাচ্ছে যে 10323 এর চাকরি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মৌখিক আশ্বাস তাতে নিশ্চিত নন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।

Exit mobile version