Site icon janatar kalam

নিজের কাজের বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায় এক ঠিকেদার অভিযোগ আনলো পঞ্চায়েত সচিবের বিরুধ্যে

জনতার কলম ত্রিপুরা বিশালগড়,প্রতিনিধি:- বাঁকা পথে কুড়ি শতাংশ টাকা না দেওয়ায় বিল আটকে রাখল পঞ্চায়েত সচিব ঠিকাদারের ঘটনা কমলাসাগর বিধানসভা দক্ষিণ মধুপুর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত দুই মাস পূর্বে বিশালগড় মহকুমার কমলাসাগরের দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের ৩০ কার্ড এলাকার সমীর সরকার ব্লক থেকে একটি বরাদ্দ পেয়ে ৬৫ হাজার টাকার ওই এলাকার বিদ্যামুরা অঙ্গনারী সেন্টারের মেইনটেনেন্স কাজ করেছিলেন কিন্তু কাজ করার পর পঞ্চায়েত সচিব সেই বিলে স্বাক্ষর করলেই বিল পাবে ঠিকাদার সমির বাবু কিন্তু সেই বিল আটকে রেখে তার কাছে কুড়ি শতাংশ টাকা দাবি করেছে পঞ্চায়েত সচিব শিখা বালা দাস মহোদয়া বলে অভিযোগ সমীর বাবুর কিন্তু সমির বাবু সেই টাকা দিতে অসম্মতি পোষণ করে যার ফলে তার বিলে স্বাক্ষর করতে রাজি নয় পঞ্চায়েত সচিব পরবর্তী সময়ে সমির বাবু বিশালগড় ব্লকের বিডিও পঞ্চায়েত চেয়ারপারসন শ্রমদপ্তর সকলের কাছে জানালেও সচিব মহোদয়া স্বাক্ষর করতে রাজি নয় এমনকি তার কাগজপত্র দিল দিয়ে ছুড়ে ফেলে দেয় আরও অভিযোগ সেই পঞ্চায়েত সচিব দক্ষিণ মধুপুরে আসার পর থেকেই সাধারণ জনগণের সাথে খারাপ আচরণ অফিস ফাঁকি দেওয়া তার নিত্যদিনের ঘটনা জানা যায় একাংশ শাসক দলের মদতেই এই ঘটনা করা যাচ্ছে যদিও তার বদলির নির্দেশ আসার পরেও নতুন সচিবের কাছে সে দায়িত্ব হস্তান্তর করতে রাজি নয় তানিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়।

Exit mobile version