Site icon janatar kalam

ত্রিপুরা রাজ্য কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রক্তদান জীবন দান। রাজ্যের মুমূর্ষু রোগীদের উদ্দেশ্যে রক্তদানের মতো কর্মসূচি হাতে নিয়ে থাকেন বিভিন্ন সামাজিক সংস্থা এবং সংগঠন। পাশাপাশি রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের শাখা সংগঠন এর উদ্যোগে ও রক্তদানের মতো কর্মসূচি পালন করা হয় তারই পরিপ্রেক্ষিতে কুঞ্জবন প্যালেস কম্পাউন্ডস্থিত কর ভবনে ত্রিপুরা রাজ্য বিক্রয় কর কর্মচারী সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের শিবির থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এই মহৎ কর্মসূচি হাতে নেওয়ার জন্য সংগঠনের কর্মকর্তাদের অভিনন্দন জানানোর পাশাপাশি রক্তদাতা যেসব যুবকরা রয়েছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করেন পাশাপাশি রক্তদানের মতো মহৎ কাজে রাজ্যের যুব সম্প্রদায়কে আসার জন্য আহ্বান রাখেন।

Exit mobile version