জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মহামারী করোনাভাইরাস সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য স্বাস্থ্য বিধি অনুসারে সামাজিক দূরত্ব এবং মাছ ধরার জন্য জনগণের কাছে স্বাস্থ্য দপ্তর ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বারংবার আহব্বান রাখার পরেও কিছু অসাধু ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সেই নির্দেশকে অবহেলা করে চলছে তাতে করে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে প্রবল। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের মুখ্যসচিবের নির্দেশ অনুসারে প্রতি শনিবার কে এনফর্সমেন্ট হিসেবে ঘোষণা করা হয় আজ রাজধানী বটতলা বাজারে অভিযানে নামে সদর মহকুমা শাসক অসীম সাহা। এদিন অভিযানে নেমে তিনি যারা মাস্ক ছাড়া ঘর থেকে বেরিয়ে ছিলেন তাদেরকে জরিমানা করার পাশাপাশি যেসব দোকানগুলিতে সামাজিক দূরত্ব পরিলক্ষিত করা যাচ্ছিল না সেইসব দোকানদার গুলিকে জরিমানা করা হয়েছে বলে জানান এবং যারা অতিদরিদ্র রোজগার তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে বলেও জানান সদর মহকুমা শাসক অসীম সাহা। জনসাধারণকে করোনা সংক্রমণ রোধে নানা ধরনের বিধি ও নির্দেশিকার সম্পর্কে রাজ্য প্রশাসন সচেতন করার চেষ্টা চালালেও জনগণের অবহেলিত মনোভাবের কারণে রাজ্যে ক্রমাগত বেড়েই চলছে করোনা ভাইরাস সংক্রমণ। এরূপ পরিস্থিতিতে জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে করোনা সংক্রমণ রোধে কি পদক্ষেপ নেবে রাজ্য সরকারের প্রশাসন সেটাই এখন দেখার বিষয়।