Site icon janatar kalam

১৭ দফা দাবিতে বিডিও’র নিকট গণডেপুটেশান সিপিআই(এম) এর

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- কিল্লা ব্লক ভিত্তিক ১৭ দফা দাবিতে কিল্লা ব্লকের বিডিও’র নিকট গণডেপুটেশান দেওয়া হয়। ছিলেন জিএমপি নেতা নরেশ জমাতিয়া, চন্দ্রহংস জমাতিয়া, অমৃত জমাতিয়া, টিওয়াইএফ নেতা জগৎ জমাতিয়া প্রমুখরা। ডেপুটেশানের আগে কিল্লা হাবুকমা সিপিআই(এম) অফিসের সামনে থেকে বিশাল মিছিল কিল্লা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লক আধিকারিক অফিসের নিকট মিলিত হয়।দাবিগুলোর মধ্যে ছিল এডিসিকে অধিক ক্ষমতা দিতে হবে। উপজাতি এলাকা গুলোতে সরকারি স্কুল বন্ধ করা অথবা বেসরকারি করন করা যাবে না, বলে সিপিআইএম নেতৃত্ব আওয়াজ তুলে। ২০১৮ সালের বিধানসভা নিবাচনের পর থেকে এত বড় আকারের লাল সুনামির ঢেউ দেখেনি কিল্লাবাসী।

Exit mobile version