Site icon janatar kalam

৯দফা দাবীতে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটির বিক্ষোভ কর্মসূচী

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ ভারতবর্ষে আজ সবচেয়ে বেশি শোষিত হচ্ছে দলিত শ্রেণীর মানুষরা, যারা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে নামছে তাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধের তকমা লাগিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এমনই অভিযোগ ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটির নেতৃত্ব দের। তাছাড়া দেশের কেন্দ্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেকারদের কর্মসংস্থান নিয়ে বছরে 50000 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি এবং স্বাস্থ্যকর্মীদের ও আশা কর্মীদের পর্যাপ্ত পরিমাণে অর্থ বরাদ্দ করাসহ 9 দফা দাবির ভিত্তিতে আগরতলা সিটি সেন্টার এলাকায় এক বিক্ষোভ মিছিল সভা সংগঠিত করা হয় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটির কেন্দ্রীয় কমিটির আহবানে পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সম্পাদক সহ সংগঠনের অন্যান্য কার্যকর্তা তাছাড়া এই দিনে কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version