জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বুধবার আইসিআাইসিআই ফাউন্ডেশন রোরাল ডেভেলপমেন্ট টীম এবং ইম্ফল ফিসারী কলেজের যৌথ উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স একোয়াকালচার বায়োটেকনোলজি প্রোজেক্টের অন্তর্গত রাজধানী সংলগ্ন ডুকলী ব্লকের মধুবন পঞ্চায়েতের ১১ জন বেনিফিসিয়ারীদের মধ্যে মনিপুরের বিখ্যাত মাছ পেংবা মাছের পোনা বিতরন করা হয়। এদিনের কর্মসূচী মূল উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান মনিপুর রাজ্যের বিখ্যাত এই মাছটি ত্রিপুরা রাজ্যের মানুষ যেন এর স্বাদ উপলব্ধি করতে পারেন এবং মৎস চাষীদের উপার্জনের কথা মাথায় রেখে এই কর্মসূচীর আয়োজন বলে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ অরুন ভাই প্যাটেল, ডঃ হিমাংশু প্রিয়দর্শিনীসহ আইসিআইসিআই ফাউন্ডেশন ডেভেলপমেন্ট অফিসার সুশান্ত সিংহ মহোদয়।