রাজ্য সরকার মাছের ঘাটতি পূরণে কাজ করে যাচ্ছে: সুধাংশু
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চাহিদার তুলনায় রাজ্যে মাছের যোগান অনেক কম। সরকার মাছের ঘাটতি পূরণে কাজ করে যাচ্ছে। যাতে রাজ্যকে মাছে স্বযংসন্তর করে তোলা যায়। বক্তা মৎসমন্ত্রী সুধাংশু দাস। ফিসারি অফিসাররা যাতে রাজ্যে ফিসারি দপ্তরে যেসকল প্রকল্পগুলি রয়েছে সেগুলি মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য যেন দপ্তরের কর্মীরা গুরত্ব সহকারে কাজ করে সেই দিকে সকলকেই লক্ষ্য রাখতে হবে।
শনিবার আগরতলায় একটি বেসরকারী হোটেলে ত্রিপুরা গ্র্যাজুয়েট ফিসারি অফিসারস অ্যাসোসিয়েশনের ৫ম দ্বি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকাকে সাহায্য করার জন্য সকলেই এগিয়ে আসতে হবে পাশাপাশি রাষ্ট্রবাদী মানুষিকতা নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে অবশ্য নেশান কে প্রথম প্রাধান্য দিয়ে সেই কথা মাথায় রেখেই সকল অ্যাসোসিয়েশনরা কিংবা অফিসারদের কাজ করতে হবে।
এইদিন তিনি সাংবাদিকদের মুখমুখি হয়ে আরো বলেন, রাজ্যে চাহিদার তুলনায় মাছের চাষ অনেক কম। রাজ্যের ৫৮ শতাংশ মানুষই কিন্তু মাছ খায়। সেই তুলনায় মাছ চাষ হচ্ছে না স্বাবাবিক কারণেই তার চাহিদা অনেক বেশি। বর্তমানে রাজ্যে মাছের চাহিদা ১ লক্ষ ১৭ হাজার মেট্রিকটন আর উৎপাদন ৮৫ হাজার মেট্রিক টন। তিনি আরো বলেন রাজ্যের বিভিন্ন পরিতেক্ত জলাশয় রয়েছে সেই গুলিকে কাজে লাগিয়ে রাজ্যে চাহিদা অনুযায়ী মৎস উৎপাদনে রাজ্য সরকার ও মৎস দপ্তর কাজ করছে। পাশাপাশি তিনি আরো বলেন আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যে মৎস।
উৎপাদনে যে ঘটতি রয়েছে তা ফিলাপ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত, মৎস্য দপ্তরের সচিব ড: কেশসীকুমার, অধিকর্তা সন্তোষ দাস সহ অন্যান্যরা। এদিন সম্মেলন শুরুর প্রথমেই কাশ্মীরের গেহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।