Site icon janatar kalam

রাজ্য সরকারের প্রস্তাবিত বাজেটের জন্যে প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শরিকদল তিপ্রা মথা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। এম্বুলেন্স পর্যন্ত আটকে দিচ্ছে। অথচ এই বিষয়ে ঝেড়ে কাষলেন না বড় সরিক বিজেপি। জ্বলন্ত এই সমস্যা নিয়ে এরা বিশেষ কিছু না বললেও রাজ্যের প্রস্তাবিত বাজেটের জন্যে দরাজ কণ্ঠে সরকারের প্রশংসা করলেন। টি এস এফের আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করা রাজ্যের এখন জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

প্রদ্যুৎ কিশোর দেববর্মন নির্দেশ দিলেই ত্রিপুরাকে অবরুদ্ধ করে দেবে টিপরা মথা। সরকারের একটি শরিক দলের এই ভূমিকায় ঝেড়ে কষ্টে পারছে না বিজেপি। শনিবার দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় দলের প্রদেশ কার্যালয়ে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন দায়িত্বশীল শরিক দল হিসাবে মানুষের সমস্যা হয় এমন কাজ তারা করবেন না এই প্রত্যাশা করে বিজেপি।

আর রোমান লিপিতে ককবরক চালু করার বিষয়টি সংবিধানে আছে কিনা তা টিপরা মথার জানা দরকার বলে মান্তব্য করেন তিনি। বিজেপি সংবিধানের বাইরে গিয়ে কিছু করবে না বলে জানিয়ে দেন। এদিকে রাজ্য সরকারের প্রস্তাবিত বাজেটের জন্যে প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই বাজেটকে মানবিক বাজেট বলে অভিহিত করে বিজেপি। তাদের দাবি গত বছর থেকে এবারের বাজেটে ৪৬১৮ কোটি টাকা বাড়ানো হয়েছে।

গত ৭ বছরে বাজেট বেড়েছে ১০৩ গুন। তাছাড়া বাজেট অধিবেশনের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী কর্মচারীদের জন্যে ৩ শতাংস ডি এ ঘোষণা করেছেন। এর জন্যে রাজ্য সরকারকে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। সাংবাদিক সম্মেলনে জনজাতি, সংখ্যালঘু, নতুন চক্ষু হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা ও স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তও তুলে ধরেন দলের এই মুখপাত্র।

Exit mobile version