জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে হাজির শীতবস্ত্র নিয়ে ভুটানিরা। প্রতিবছর শীতের মরশুমে রাজ্যে শীতবস্ত্র বিক্রি করতে সুদূর ভূটান থেকে আসেন মহিলা- পুরুষ ব্যবসায়ীরা। শীত জাঁকিয়ে পড়ার আগেই রাজ্যে সুদুর ভূটান থেকে শীতবস্ত্রের পসরা নিয়ে হাজির হন ভূটানিরা। শহরের একটি নির্দিষ্ট স্থানে বসে চলে তাদের শীতবস্ত্র বিক্রি। বিভিন্ন দামে তাদের এই শীত বস্ত্র বিক্রি হয়ে থাকে।
সুদীর্ঘ বছর ধরে ভুটানের লোকেরা ওরিয়েন্ট চৌমুহনীতে শকুন্তলা মার্কেটের কাছে তাদের স্টল স্থাপন করে ব্যবসা করতেন। বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে শহরের চিত্র বদলেছে। বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে নতুন নতুন মার্কেট। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে শহর আগরতলাকে।
আর তাই এবছরও শীত জাঁকিয়ে পড়ার বহু আগেই রাজ্যে এসে গেছে ভূটানীরা। শহরের বটতলা এলাকায় পুরাতন টিআরটিসি-তে দোকান খুলে বসবেন তারা। এখন চলছে স্টল তৈরির কাজ।এক মহিলা ব্যবসায়ী জানান ২৫ অক্টোবর থেকে তারা দোকান চালু করবেন। ২০ দিন আগে এসেছেন তারা। তারপর প্রশাসন থেকে দোকান খোলার অনুমতি নিয়েছেন। বর্তমানে দোকান নির্মাণের কাজ চলছে। তাদের দোকানে সকল ধরনের শীত বস্ত্র থাকবে। ছোট থেকে বড় সকলের শীত বস্ত্র পাওয়া যায় তাদের কাছে।