জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নয়াদিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এক বৈঠকে মিলিত হন। সকালে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী ভারতের সভাপতিত্বে জি-২০’র বৈঠক সফলভাবে সম্পন্ন হওয়ায় তাঁকে অভিনন্দন জানান। সাক্ষাৎকারের সময় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।