জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে এখনো বহিরাজ্য কিংবা বাংলাদেশ থেকে মাছ আমদানি করতে হচ্ছে ত্রিপুরায়। চাহিদা এবং যোগানের মধ্যে অনেক ফারাক রয়েছে। এখনো প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মেট্রিক টন মাছ বাইরের রাজ্য থেকে কিংবা বাংলাদেশ থেকে আনতে হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় একথা বললেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস।
দপ্তর পরিকল্পনা নিয়ে মাছের উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন জেলাভিত্তিক লক্ষ্যমাত্রা দিয়ে কাজ করে চলেছে দপ্তর।
বৃহস্পতিবার গুর্খাবস্তি মৎস্য দপ্তরের কার্যালয়ে হয় বৈঠক। সেখানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এতে অংশ নেন বিভিন্ন জেলার মৎস্য দপ্তরের উপ অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী ২৩২৪ অর্থবছরে কি সাফল্য কিংবা কি দুর্বলতা রয়েছে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে চলতি অর্থবছরে লোকসভা নির্বাচনের কারণে অনেকটা সময় কাজ করা যায়নি।
তাই মিশন মুডে সারা বছরের লক্ষ্যমাত্রা নিয়ে কিভাবে সাফল্য আনা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি জানান উনকোটি জেলায় মাছ উৎপাদন বাড়ানোর যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তার কাজ ইতিমধ্যে শুরু হবে।