জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বিলুপ্ত প্রাণী হবে কমিউনিস্ট। আর গোটা দেশ থেকে বিলুপ্ত হবে কংগ্রেস। কমিউনিস্ট কংগ্রেসকে মানুষ বর্জন করেছে। বক্সনগরে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে কথাগুলি বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার বক্সনগর মন্ডলের ২৬ নং বুথের দক্ষিণ কলমচৌড়া নতুন কলোনি এলাকায় জনসম্পর্ক অভিযান করেছে বিজেপি।অভিযানে উপস্থিত ছিলেন সভাপতি রাজীব ভট্টাচার্য্য,বক্সনগর কেন্দ্রের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন,ও ৬ আগরতলা মন্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ,জেলা মহিলা মোর্চার সভাপতি কল্যাণী দেবনাথ এবং জেলা বিজেপির সাধারণ সম্পাদক শুভ্রজিত দাস প্রমূখ। এদিন ১৫ পরিবারের ৪৯ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বক্সনগর কেন্দ্রের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।