Site icon janatar kalam

রাজ্যে বিএসএফের হীরক জয়ন্তী উদযাপন: সীমান্ত সুরক্ষায় বাহিনীর অবদানকে শ্রদ্ধা রাজ্যপালের

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- শালবাগানস্থিত বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে গতকাল জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হলো সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবসের হীরক জয়ন্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু।

বক্তব্য দিতে গিয়ে রাজ্যপাল বলেন, পৃথিবীর বৃহত্তম সীমান্ত প্রহরী সংগঠন হিসেবে বিএসএফ ভারতের সুরক্ষায় প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করে চলেছে। গত ছয় দশক ধরে দেশের সীমান্তের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন জওয়ানরা। তিনি জানান, ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটারের ভারত–বাংলাদেশ সীমান্তে দিনরাত নজরদারির দায়িত্ব পালন করছেন বিএসএফ জওয়ানগণ। শুধু সীমান্ত নয়, জম্মু-কাশ্মীরসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাহিনী। দেশের সুরক্ষায় এই অক্লান্ত পরিশ্রমের জন্য তিনি বিএসএফ জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ফার্স্ট লেডি এন. রেণুকা, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলক কুমার চক্রবর্তী, ত্রিপুরার পুলিশ মহাপরিদর্শক অনুরাগ, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, পশ্চিম জেলা শাসক ডা. বিশাল কুমারসহ বিএসএফ-এর পদস্থ আধিকারিকরা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিএসএফ ব্যান্ডের মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীত পরিবেশনা, যা অনুষ্ঠানের আবহকে আরও আবেগঘন ও দেশপ্রেমে উজ্জীবিত করে তোলে।

Exit mobile version