জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নে বদ্ধপরিকর জাতীয় কংগ্রেস। আর সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের জনগণের আর্থিক সামাজিক উন্নয়নের দাবী কে সামনে রেখে মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে ফিশারম্যান কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিরজিত অনুগামীরা অংশ নেয় এদিনের এই বৈঠকে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক বিরজিৎ সিনহা। একদিনের এই আলোচনা সভায় বিভিন্ন সম্প্রদায়ের সাংবিধানিকভাবে ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের দাবিতে আন্দোলন সংঘটিত করার জন্য ডিমান্ড কমিটি গঠন করা হয়। যার চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন বিধায়ক বিরোজিৎ সিনহা। সভায় শ্রী সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তী ফিশারম্যান কংগ্রেসের সভাপতি তুষার দাস, যুবনেতা ধীমানরায় সহ আরো অনেকে। এদিন রাজ্য কংগ্রেসের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক শ্রী সিনহা। তিনি বলেন রাজ্যে কংগ্রেসের অবস্থা ভালো নেই। গত বিধানসভা নির্বাচনে রাজ্যে ৪৭ টি আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। সে সব কেন্দ্রের কংগ্রেস কর্মীদের বলা হয়েছে কংগ্রেস দলের হয়ে কাজ করে যাওয়ার জন্য। আসন্ন উপ নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। দলের সর্বভারতীয় সভাপতি সেই প্রস্তাব গ্রহণ করেননি। সুদীপ রায় বর্মন কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে মনোনীত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সময়ই সবকিছু বলা যাবে।