Site icon janatar kalam

রাজ্যে এই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে সাংবাদিকদের ভোটগ্রহণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যালটে ভোট দিলেন রাজ্যের সাংবাদিকরাও। সোমবার রাজধানীর শিশু বিহার স্কুলে তারা মতদান প্রয়োগ করেন। মূলত যারা নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের কাজে যুক্ত থাকবেন তারা এদিন ভোট দেন।

ভোট দান প্রক্রিয়া ঘুরে দেখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক তথা এ আর ও। এদিন ৪২ জন জরুরি পরিষেবার কাজে যুক্তরা ভোট দেন। তাদের মধ্যে বেশিরভাগই সাংবাদিক।

রিটার্নিং অফিসার জানান ১৬ ও ১৭ এপ্রিল ভোট নেওয়া হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের কাজে যুক্ত পুলিশ কর্মীদের। সম্ভবত এবারই প্রথম ব্যালটে সাংবাদিকদের ভোট নেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ ১৯ এপ্রিল।

 

 

Exit mobile version