জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আরও এক নতুন আঞ্চলিক দল গঠিত হল। রাজ্যে আরও এক নতুন দলের আত্ম প্রকাশ। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সুবড়াই ত্রিপুরা হা নামে নতুন পার্টির নেতৃত্ব। জুলাই মাসে এই নতুন দলের জন্ম হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক।
তাদের দাবির মধ্যে রয়েছে পাহাড়ি-বাঙালীর মধ্যে স্বায়ত্ত্ব শাসন। তাদের দাবি ৬০ আসন বিধানসভার ৫০ শতাংশ আসন এস টিদের জন্য সংরক্ষণ, গিরিবাসিদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী দেওয়া, ভোট পর্ব শেষের সঙ্গে সঙ্গে ভোট গণনা করে কার কত শতাংশ তা প্রকাশ করতে হবে। জুলাই মাসে গড়ে উঠা এই নতুন আঞ্চলিক দলের রাজ্য কমিটিতে রয়েছে ৭১ জন সদস্য।