জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় অয়েল পামের চাষ অর্থনৈতিকভাবে লাভজনক এবং এতে কর্মসংস্থানও সৃষ্টি হয়। এই বিষয়টি নজর রেখে রাজ্যে অয়েল পাম চাষকে আরও জনপ্রিয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মোহনপুর ব্লকের ফটিকছড়া চা বাগানে অয়েল পাম প্ল্যান্টেশন ড্রাইভের সূচনা করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
তিনি বলেন, ত্রিপুরার মাটি অয়েল পাম চাষের জন্য খুবই উর্বর। অয়েল পামের চাষ করে এখানকার কৃষকরা যাতে লাভবান হতে পারেন সেই লক্ষ্যে রাজ্য সরকার গোদরেজ এগ্রোভ্যাট লিমিটেড এবং পতঞ্জলির সাথে চুক্তি করেছে। এই দুটি সংস্থা চারা সাপ্লাই এবং তেল উৎপাদনের জন্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকবে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি এবং ধলাই জেলার দায়িত্বে থাকবে গোদরেজ এগ্রোভ্যাট লিমিটেড। অন্যদিকে, পশ্চিম জেলা, খোয়াই, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলার দায়িত্বে থাকবে পতঞ্জলি। তেল উৎপাদনের জন্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের জায়গা হিসেবে পতঞ্জলি খুমুলুঙের গুরুপদ কলোনীকে বাছাই করেছে।
কৃষিমন্ত্রী জানান, গত ২ বছরে রাজ্যে ২৯ হাজার ৬০০ কানি জমিতে অয়েল পাম লাগানো হয়েছে। অয়েল পাম চাষে বেশি করে এগিয়ে আসার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এই চাষের সঙ্গে আনুষঙ্গিক জঙ্গল পরিষ্কারই শুধু নয়, আদা, আনারস, হলুদ চাষেও সরকার কৃষকদের সহায়তা করবে। রাজ্য সরকার চায় কৃষকদের আয় বৃদ্ধি করতে। কৃষকরা আর্থিক দিক দিয়ে স্বয়ম্ভর হলে এর প্রভাব সমগ্র সমাজের উপর পড়বে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস প্রমুখ।