Site icon janatar kalam

রাজ্যে অবৈধভাবে প্রচুর বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে ভারতে প্রচুর বাংলাদেশী নাগরিকদের অনু প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই সমস্যা কেন্দ্রের গোচরে নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের বিষয় নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক উন্নত করতে আলোচনা চলছে। বাংলাদেশে এখনো কিছুটা অস্থিরতা চলছে।

ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো থাকলে তাদেরই উন্নয়ন হবে। এর জন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক কিছুদিন পর কি অবস্থায় গিয়ে দাঁড়ায় দুই দেশের সম্পর্ক। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় নিয়ে ভারতের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে বলছে সেভাবে সুরক্ষা দিলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের উন্নতি হবে।

পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মৈত্রী সেতু এবং ভারত বাংলাদেশের রেলপথের সূচনাও হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন, মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ থেকে ভারতে প্রচুর নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করছে।

 

 

Exit mobile version