Site icon janatar kalam

রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারদের নিয়ে সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হবে : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ, সম্পাদক সরোজ দেব এবং রাজ্য যুব মোর্চার মুখপাত্র অম্লান মুখার্জি। এদিনের সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করতে গিয়ে প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জানান আগামীকাল ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই দিনটিকে কেন্দ্র করে যুব মোর্চার পক্ষ থেকে গোটা দেশে এক কর্মসূচির আয়োজন করা হয়েছে যেটা হলো “নব মতদাতা সম্মেলন”, এই সম্মেলনকে সম্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তারই পরিপ্রেক্ষিতে গোটা দেশের সাথে রাজ্যেও ষাটটি বিধানসভা কেন্দ্রে এই নব মতদাতা সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি প্রেক্ষাগৃহে এই কর্মসূচি পালিত হবে এবং আগামীকাল সকাল দশটা থেকে এই সম্মেলন শুরু হবে, প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে এবং সকাল ১১টায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকল ভোটারদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করবেন। এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের মন্ত্রী বিধায়করা নিজ নিজ কেন্দ্রে এই সম্মেলনে অংশগ্রহণ করবে। তাছাড়া গত ১৩ই জানুয়ারি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা এবং যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য্যর উপস্থিতিতে যুব মোর্চার একটি নতুন ওয়েব পোর্টালের সূচনা হয় সেই পোর্টালে নব ভোটারদের রেজিস্ট্রেশন এর কাজ চলছে এবং সেই কর্মসূচিতে নব ভোটাররা উৎসাহের সঙ্গে যোগদান করছে বলেও জানিয়েছেন তিনি।

Exit mobile version