Site icon janatar kalam

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ মানিকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রক্তের কোন বিকল্প নেই আবার দোকানেও পাওয়া যায় না আবার মানুষ রক্ছাড়া বাঁচেও না। একজনের রক্ত আরেকজনকেই সাহায্য করতে পারে, আমাদের ত্রিপুরায় রক্তদানের রক্তদানের একটি চেহারায় পরিণত হয়েছে এবং এটা পর্যায়ক্রমে প্রতিযোগিতায় স্থান নিয়েছে। এই ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন ক্লাব বিভিন্ন সেবামূলক সংস্থা এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠন এই মহতী কাজে এগিয়ে আসছে।

রবিবার বিপ্লবী ভগৎ সিং এর ৯৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ডিওয়াইএফআই মোহনপুর বিভাগের উদ্যোগে বামুটিয়া কালি বাজারে সিপিএম কার্যালয়ে এক রক্তদান শিবিরে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেন।

পাশাপাশি তিনি এদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, বলেন, স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবাটা খুবই খারাপ জায়গায় চলে গেছে হাসপাতালে ডাক্তারের অভাব এবং তাও ডাক্তারের সংখ্যা আছে কিন্তু তার সাথে মিলিয়ে যে সংখ্যক নার্সের প্রয়োজন সেই সংখ্যক নার্সও কম এবং নার্সের পাশাপাশি স্বাস্থ্যকর্মীর তাও প্রয়োজন। এদিনের রক্তদান শিবিরে বহু যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

Exit mobile version