Site icon janatar kalam

রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে: বীরজিৎ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে একাধিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেস সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুর জ্জামান, যুব কংগ্রেস নেতা অভিজিৎ শীল, সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই সাংবাদিক সম্মেলনের বিধায়ক বলেন বেশ কিছুদিন হয়ে গেছে কৈলাসহরে বেশ কিছু টেন্ডার হয়েছে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে।

কিন্তু এখনো কাজ শুরু হচ্ছেনা। যাতে কাজগুলি অতিসত্বর শুরু করা হয় এবং কাজে যাতে কোন দুর্নীতি না হয়, সেই দিকে নজর রাখার জন্য প্রশাসনে কাছে অনুরোধ রাখা হয় এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। এদিন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সরকারি কাজ নিয়ে এই ধরনের তালবাহানায় ক্ষোভ প্রকাশ করেন।

যে ঠিকেদার কাজ পেয়েছে অবিলম্বে তাকে কাজের সাইট দেখিয়ে দেওয়ার কথা বলেন। এদিন তিনি প্রসঙ্গক্রমে, বিজেপি সরকার ও বিজেপি দলের বিভিন্ন ধরনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।

Exit mobile version