জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা সাইক্লো-হলিক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোপেশ দেবনাথ শনিবার গুয়াহাটিতে মর্যাদাপূর্ণ “নর্থ ইস্ট সাইক্লিং অ্যাওয়ার্ড”-এ বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছে। এটি ছিল “সর্বাধিক জনপ্রিয় বিনোদনমূলক সাইক্লিস্ট” এর ক্যাটাগরিতে এবং অনুষ্ঠানটি প্যাডেল ফর চেঞ্জ নামে একটি সংস্থার দ্বারা আয়োজন করা হয়েছিল।প্রসঙ্গত গোপেশ দেবনাথ রাজ্যে একটি খুব জনপ্রিয় নাম এবং সেখানে বিপুল সংখ্যক তরুণ রয়েছে যারা গত 3-4 বছরে সাইকেল চালানো শুরু করেছে ।গোপেশ দেবনাথ আরও বেশি লোককে সাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন কারণ এটি এমন একটি জিনিস যা কেবল সাধারণ মানুষকে সুস্থ রাখে না পরিবেশকে দূষণ থেকে মুক্ত রাখে।পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানটি হয় গৌহাটির রত্নমৌলিতে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের রাজ্যপালগুলাপ চন্দ্র কাটারিয়া ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য ।