জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বইমেলায় চটুল সংস্কৃতি আমদানি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ছাত্র সংগঠনগুলি। তাদের অভিযোগ বর্তমান সরকারের আমলে সংস্কৃতিকে বিকৃতি করা হয়েছে।তার প্রতিবাদে সোমবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সামনে ভারতের ছাত্র ফেডারেশন , ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন , ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ট্রাইবাল যুব ফেডারেশন যৌথ উদ্যোগে আন্দোলনে নেমেছে। তাদের দাবি সংস্কৃতিকে বিকৃতি করা চলবে না। রাজ্যে সংস্কৃতির যে মেল বন্ধন ছিল সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে।