Site icon janatar kalam

রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও পুর নিগমের কাজের উপর মানুষ আস্থা রেখেছেন : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও পুর নিগমের কাজের উপর মানুষ আস্থা রেখেছেন। বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বললেন রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান নিজে বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ভোটার। তাই আগামীদিনে তিনি বড়দোয়ালি ও রামনগর বিধানসভা কেন্দ্রের জন্য কাজ করবেন।

রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। ইন্ডিয়া ব্লকের প্রার্থী রতন দাসকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন দীপক বাবু।নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়। এদিন বিজেপি টাউন বড়দোয়ালি মন্ডল কার্যালয়ের তরফে সংবর্ধনা দেওয়া হয়। মণ্ডল অফিসেই হয় সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বড়দোয়ালি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ মণ্ডলের অন্যান্য কার্যকর্তারা।

 

 

Exit mobile version