Site icon janatar kalam

রাজ্যের মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছেন : জিতেন্দ্র

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত মোবাইল ব্যবসায়ী হরি শঙ্কর সাহার লালবাহাদুর চৌমুহনী বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। শনিবার সকালে জিতেন বাবু ব্যবসায়ীর বাড়িতে যান। কথা বলেন পরিবার পরিজনদের সঙ্গে। বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন সিপিএম নেতা অমল চক্রবর্তী। এদিন মৃত ব্যবসায়ীর পরিবারের লোকজন দাবি জানান, দোষীর কঠোর শাস্তির।

এদিকে মৃত হরি শঙ্কর সাহার পরিজনদের সঙ্গে কথা বলতে গিয়ে জিতেন চৌধুরী বলেন, মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছেন। পুলিশের বর্তমান ভূমিকায় ক্ষোভ জানান জিতেন বাবু। তিনি বলেন, এই পুলিশই পূর্বতন বাম সরকারের সময়ে ছিল। কিন্তু এমন অবস্থা ছিল না। এদিন বিরোধী দলনেতা মৃত ব্যবসায়ীর পরিজনদের সমবেদনা জানান। উল্লেখ্য সম্প্রতি রাজধানীর মেলারমাঠ এলাকায় নিজের মোবাইলের দোকানে এক যুবকের আক্রমণে গুরুতর আহত হয়ে জিবিতে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন।

 

 

Exit mobile version