Site icon janatar kalam

রাজ্যের মানুষকে বোকা বানিয়ে বিজেপি ৬ বছর আগে ত্রিপুরার ক্ষমতায় বসে : জিতেন্দ্র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি কেন্দ্রে আবার ক্ষমতায় এলে ভারতবর্ষ থেকে ভোট শব্দটাই উঠে যাবে। প্রতারণার হাত ধরে রাজ্যের মানুষকে বোকা বানিয়ে বিজেপি ৬ বছর আগে ত্রিপুরার ক্ষমতায় বসে। বুধবার নির্বাচনী জনসভায় এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে জনসভা হয় ঋষ্যমুখের মতাইয়ে।

সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ছাড়াও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, সিপিএম নেতা তাপস দত্ত সহ অন্যান্যরা। সভায় বিরোধী দলনেতা রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ২০১৮ সালের আগে যেসব প্রতিশ্রুতি বিজেপি ক্ষমতায় আসার আগে দিয়েছিল সেসব পূরণ করেনি। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, দেশের যৌবনরা আজ দিশেহারা।

দেশের উন্নতি ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছে। সভায় সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং বলেন, বিজেপি চায় এক ভোট এক ভারত। হিন্দি-হিন্দু-হিন্দুস্থান করতে চায় বিজেপি। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে পূর্ব আসনের সিপিএম প্রার্থীকে জয়ী করার আহ্বান রাখেন তিনি।

 

 

Exit mobile version