Site icon janatar kalam

রাজ্যের বেকার যুবক যুবতীরা দিশেহারা হয়ে নেশা সহ বিভিন্ন অসামাজিক ও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে: জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষিত অর্ধশিক্ষিত রাজ্যের বেকার যুবক যুবতীরা দিশেহারা হয়ে নেশা সহ বিভিন্ন অসামাজিক ও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে। তাই বর্তমানে সময়ে রাজ্যে শিশু খুন ধর্ষণ, চুরি সহ বিভিন্ন সামাজিক কাজ পরিলক্ষিত হচ্ছে। বৃস্পতিবার সিপিআই এম রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখমুখি হয়ে এ কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী।

তার অভিযোগ রাজ্যে সরকারি বিভিন্ন দপ্তরে প্রায় ৫২ হাজারের মতো শূন্য পদ থাকা স্বত্বেও তা পূরণ করছে না। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন পদ সৃষ্টি করা তো দূরের কথা, যে শূন্য পদ গুলি খালি পরে রয়েছে সেগুলিকেও পূরণ করছে না। কেবল মাত্র রোজগার মেলা, আত্মনির্ভরের গল্প করে প্রচার করেই দায় সারছে। আর যে কয়েকটা চাকুরী দিচ্ছে তা মরুভূমিতে দুয়েক ফোটা জল ছিটানোর মতো।

তিনি বলেন বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অবৈধ ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। বিগত সাড়ে ৭ বৎসর ধরে রাজ্যের বেকার যুবক যুবতীদের ভবিষৎ অন্ধকারের দিকে নেমে আসছে। জিতেন্দ্র বাবু আরো বলেন, রাজ্য সরকার পরিকল্পিত ভাবেই শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে দিচ্ছে।

প্রসঙ্গক্রমে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, সরকারী শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো মুখ থুবড়ে পরলেও সরকার দৌড়াচ্ছে বেসরকারিকরনের দিকে। যা আগামীদিনে অন্ধকার নেমে আসবে শিক্ষাক্ষেত্রে। উপাজাতিদের প্রসঙ্গে তিনি বলেন, এক সময় তাদের মধ্যে মহিলা সংক্রান্ত অপরাধ ছিলনা বলেই চলে। আর এখন সেই ধরনের অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে।

Exit mobile version