Site icon janatar kalam

রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি গৌতম পালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে আগরতলা প্রেসক্লাব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : – সদ্য প্রয়াত রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি গৌতম পালের দেহ মঙ্গলবার দুপুরে আগরতলায় নিয়ে আসা হলে তার কৃষ্ণমন্দির সংলগ্ন বাড়িতে গিয়ে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ পরিচালন কমিটির সদস্যরা। শোকসন্তপ্ত পরিবার পরিজনদের সমবেদনা জানানো হয়েছে। কলকাতায় কিডনি প্রতিস্থাপন করতে গিয়ে সোমবার সকালে মৃত্যু হয় রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি, মানবদরদি, সিস্টারের কর্ণধার গৌতম পালের।
আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটি তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে। চার দশক ধরে আগরতলা প্রেস ক্লাবের সঙ্গেও গৌতম পালের নিবিড় সম্পর্ক ছিল। সংবাদ জগৎ এ-র সঙ্গেও আত্তীক সম্পর্ক ছিল তাঁর। আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটি গৌতম পালের মৃত্যুতে শোকাহত। তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করে শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

 

 

 

Exit mobile version