জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন বর্ষা মরশুমের আগেই রাজ্যের বিভিন্ন স্থানে নদী বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ দ্রুত এগিয়ে চলেছে। বিশেষ করে কৈলাসহরে মনু নদীর বাঁধ, বিলোনীয়ায় মুহুরী নদীর বাঁধ এবং আগরতলায় হাওড়া ও কাটাখাল এলাকায় বাঁধ সংস্কার, উচু করার কাজ এবং শক্তিশালীকরণে সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে। এই বাঁধগুলি নির্মাণ ও সংস্কারে রাজ্য সরকারের প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হবে। আজ সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান পূর্ত (জলসম্পদ) দপ্তরের সচিব কিরণ গিত্যে ।
সচিব কিরণ গিত্যে জানান, বর্ষা মরশুমের আগেই রাজ্যের বিভিন্ন স্থানে নদী বাঁধ নির্মাণ ও সংস্কারে মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি সম্প্রতি বিলোনীয়া সফরে মুহুরী নদীর বাঁধ এলাকা পরিদর্শন করেন। বিলোনীয়ায় মুহুরী নদীর বাঁধ উঁচু করার কাজ, সংস্কার ও শক্তিশালী করা সহ ভূমিক্ষয় রোধের কাজ আরও তরান্বিত এবং দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিলোনীয়ায় ৪টি জায়গায় মোট ৭.৪৭ কিমি বাঁধের কাজ চলছে। এর জন্য ৭৭ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, বিলোনীয়ায় মুহুরী নদীর বাঁধ সংস্কার ও উঁচু করার কাজ এবং শক্তিশালী করার কাজে অন্যান্য জেলার প্রকৌশলীদের যুক্ত করা হচ্ছে। বিলোনীয়া সফরকালে বি.এসএফ-এর আইজি, উচ্চপদস্থ আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তিনি জানান, বিলোনীয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবকে ইতিমধ্যে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে সচিব শ্রী গিত্যে জানান। বন্যা পরিস্থিতি মোকাবিলায় পূর্ত (জলসম্পদ) দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর সার্বিকভাবে প্রস্তুত রয়েছে বলে সচিব উল্লেখ করেন। কৈলাসহরে মনু নদীর ও নদী তীরবর্তী ৪টি এলাকায় প্রয়োজন অনুসারে বাঁধের সংস্কার, উন্নয়ন ও শক্তিশালী করা হচ্ছে। মার্চের প্রথম সপ্তাহে এর কাজ শুরু হয়েছে। এর জন্য ২৮ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
আগরতলা শহরকে বন্যার হাত থেকে সুরক্ষিত রাখতে, পূর্ত (জলসম্পদ) দপ্তর হাওড়া নদীর বাঁধের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ জোরকদমে এগিয়ে নিয়ে যাচ্ছে। যার জন্য ব্যয় হবে ৪১ কোটি টাকা। হাওড়া নদী ও কাঁটাখালের বিভিন্ন এলাকায় দীর্ঘবাধ নির্মাণের কাজ এগিয়ে চলেছে। সোনামুড়ায় দুর্গাপুর বাঁধ, গজারিয়ায় বাঁধ, সাতচাঁদ ব্লকের গোবিন্দ মাঠ বাঁধের সংস্কার, মেরামতি এবং শক্তিশালীকরণে জন্য পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং এই নদী বাঁধের কাজ এগিয়ে চলেছে। সাংবাদিক সম্মেলনে পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকার সুধন দেববর্মা উপস্থিত ছিলেন।