জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২২ সালে এসটিজিটি উত্তীর্ণদের অবিলম্বে চাকুরী প্রদানের দাবিতে শনিবার ফের মুখ্যমন্ত্রী দারস্ত হলেন একদল এসটিজিটি উত্তীর্ণ যুবক যুবতী। তাদের অভিযোগ এই দাবিতে তারা কম করে হলেও ১২ বার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছেন। কিন্তু কোন বার মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করেননি।
গত ১৭ মাস ধরে একের পর এক ডেপুটেশনে মিলিত হয়েছেন তারা। কিন্তু তাদেরকে নিয়োগ করার জন্য কোন পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। তাই তারা শনিবার মুখ্যমন্ত্রীর সাথে ডেপুটেশনে মিলিত হয়েছেন। রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে তাদেরকে অবিলম্বে নিয়োগ করার দাবি জানিয়েছেন।