জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পালন করা হল বিশ্ব বেম্বো দিবস। টি আর এল এম ,নাবার্ড ওত্রিপুরা বেম্বো মিশনের যৌথ উদ্যোগে আগরতলা প্রজ্ঞাভবনে পালন করা হয়েছে বিশ্ব বেম্বো দিবস উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা দেব সরকার এবং টি আর এল এম ,নাবার্ড, ও ত্রিপুরা মিশনের আধিকারিকরা। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গার বাঁশ শিল্পের সঙ্গে যুক্ত থাকা শিল্পীদের আনা হয়েছে এই কর্মসূচিতে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা অন্তরা দেব সরকার বলেন রাজ্যের বাস শিল্পের কদর রয়েছে সারা দুনিয়ায়। যার ফলে বাঁশ চাষের প্রতি সরকার আরো বেশি করে গুরুত্ব দিয়েছে। বাঁশ চাষ করতে সরকার থেকে বাঁশ চাষীদের সহায়তা করা হচ্ছে।