জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দপ্তরের মন্ত্রীর হাত ধরে মৎস্য চাষিদের সুযোগ- সুবিধা প্রদান।মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা প্রকল্পে পশ্চিম জেলার মৎস্য চাষিদের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। বৃহস্পতিবার রাজধানীর সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সকল সুযোগ সুবিধা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা মিনা রানী সরকার, পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, মৎস্য দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্যে চাহিদা অনুপাতে মাছ উৎপাদনে ঘাটতি রয়েছে।
ফলে বহিঃরাজ্য থেকে মাছ আমদানি করতে হয়। বহিঃরাজ্য থেকে মাছ আমদানি করার ফলে রাজ্যের টাকা যেমন বাইরে চলে যাচ্ছে, তেমনি রাজ্যের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই মাছ খাচ্ছে। বহিঃরাজ্য থেকে আমদানি করা মাছে কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে।
রাজ্যে বহু জলাশয় রয়েছে যে গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই পরিত্যক্ত জলাশয় গুলিকে চিহ্নিত করা হয়েছে। সেই গুলি সংস্কার করে মাছ চাষের উপযোগী করে তোলা হবে। এই জলাশয়ে মাছ চাষ করতে পারলে রাজ্যে চাহিদা অনুযায়ী মাছ উৎপাদন করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।