Site icon janatar kalam

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিংহের  প্রয়াণ দিবস পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিংহের ২৪ তম প্রয়াণ দিবস পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই উপলক্ষে সোমবার সকালে কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রয়াত কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ।পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা বলেন ,প্রয়াত শচীন্দ্র লাল সিংহ অত্যন্ত সহজ সরল জীবন ধারণ করতেন। রাজ্যের সকল অংশের জনগণের কাছে শচীনদা হিসেবেই সর্বাধিক পরিচিত ছিলেন তিনি।

তার সাংগঠনিক এবং প্রশাসনিক ক্ষমতা দলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সহায়ক হবে বলে জানান তিনি। এদিন রাজ্যের বিভিন্ন স্থানেও প্রয়াত কংগ্রেস নেতা তথা ত্রিপুরার প্রাক্তন প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের ২৪ তম প্রয়াণ দিবস পালন করা হয়।

Exit mobile version