Site icon janatar kalam

রাজ্যের প্রথম ব্যক্তি হিসেবে কোন রাজ্যের রাজ্যপাল পদে আসীন হওয়ায় রাজ্যবাসী গর্বিত : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনজাতিদের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়নে জিষ্ণু দেববর্মণের বলিষ্ঠ পদক্ষেপ এখনো নতুন দিশা দেখাচ্ছে। প্রচারের আড়ালে থেকে তিনি নীরবে কাজ করে চলেছেন। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী থাকাকালীন জিষ্ণু দেববর্মণ একাধিক দপ্তরের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। ক্রীড়া ক্ষেত্রেও জিষ্ণু দেববর্মণের অবদান রয়েছে। মান্দাই খরাং কমিউনিটি হলে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

শনিবার অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেববর্মণকে।সম্প্রতি তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। ত্রিপুরা থেকে এই প্রথম কোন ব্যক্তি রাজ্যপাল হলেন। শপথ নিয়ে রাজ্যে আসেন জিষ্ণু দেববর্মণ। শনিবার উনাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এদিন জিরানিয়ার মান্দাই খরাং কমিউনিটি হলে হয় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, মন্ত্রী সান্তনা চাকমা, বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, জিষ্ণু দেববর্মণ রাজ্যের ভুমিপুত্র এবং রাজ পরিবারের কৃতি সন্তান। রাজ্যের প্রথম ব্যক্তি হিসাবে তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন জিষ্ণু দেববর্মণ। মুখ্যমন্ত্রী আশাব্যক্ত করেন তেলেঙ্গানা রাজ্যের চতুর্থ রাজ্যপাল হিসাবে সেই রাজ্যের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা পালন করবেন জিষ্ণু দেববর্মণ। এদিন অনুষ্ঠানে এদিন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

Exit mobile version