Site icon janatar kalam

রাজ্যের প্রতিটি ক্লাব সংস্থা যদি বছরে এক বার করে রক্তদান শিবির করে তাহলে রক্তের সংকট হবে না : টিঙ্কু 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্ত দানের মধ্যে দিয়েই সৌভাতৃত্বের বন্ধন প্রমাণিত হয়। কার রক্ত কার শরীরে যাচ্ছে তা বলা যায়না। প্রতিটি ক্লাব সংস্থা যদি বছরে এক বার করে রক্তদান শিবির করলে রক্তের সংকট হবে না। কথাগুলি বলেছেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। শনিবার কমলপুর দূর্গাচৌমুহনী ব্লকে আয়োজিত হয় মেগা রক্তদান শিবির।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, দূর্গাচৌমুহনি বি এ সি এর চেয়ারম্যান দেবপ্রসাদ দেববর্মা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধি সহ অন্যান্যরা। স্বাগত ভাষণ দেন ব্লক এর বি ডি ও সমিত কুমার দাস।

রক্তদানের পাশাপাশি ব্লকের সামনে এদিন করা হয় বৃক্ষরোপন। ব্যাপক উৎসাহের সহিত রক্তদাতারা রক্তদানে এগিয়ে আসেন। বক্তাদের প্রত্যেকেই রক্তদানের গুরুত্ত নিয়ে আলোচনা করেন। আমন্ত্রিত অতিথিরা রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান। শিবির ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রসঙ্গত বলা যায়, রক্ত দানের বিকল্প নেই।

তাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হলেও প্রায়ই রক্তের সংকট দেখা দেয়। হাসপাতালগুলিতে রক্তের অভাবে বিপাকে পড়তে হয় রোগী সহ তাদের আত্মীয় পরিজনদের। এর জন্যে নেতা মন্ত্রীরা বরাবরই নিয়মিত রক্তদান শিবির করার আহ্বান জানান। এক জন রক্তদান করলে ৪ জনের জীবন বাঁচানো যায়। এই কথা মুখ্যমন্ত্রী প্রায়ই বলে থাকেন।

 

 

 

Exit mobile version