জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হোলি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশেই রঙের উৎসব হোলি আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। রাজন্য সময়কাল থেকেই আমাদের রাজ্যে রঙের উৎসব হোলি সাড়ম্বরে চিরাচরিত রীতিতে পালিত হচ্ছে।
আমাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসুক হোলি উৎসব। প্রকৃতির অপরূপ রঙের সাথে বর্ণময় হয়ে উঠুক আমাদের প্রতিদিনের জীবন ও চিরাচরিত সংস্কৃতি।
স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে এবং অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রেখে হোলি উৎসব উদযাপনের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। উৎসব আনন্দমুখর হয়ে উঠুক।