Site icon janatar kalam

রাজস্থানবাসী ম্যাজিসিয়ানের কবল থেকে মুক্ত হলেন : গজেন্দ্র

জনতার কলম ওয়েবডেস্ক :- “কংগ্রেসের গ্যারান্টিতে মানুষের বিশ্বাস নেই। দুর্নীতি পরায়ন কংগ্রেসকে ছুড়ে ফেলতে ভোট দিয়েছেন রাজস্থানবাসী।” নির্বাচনের ফল সামনে আসতেই কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত অশোক গেহলটকে কটাক্ষ করে এমনটাই বলেছেন।

রাজস্থানবাসী ম্যাজিসিয়ানের কবল থেকে মুক্ত হলেন। এবং অশোক গেহলটের ‘ম্যাজিক’ শেষ হল।

Exit mobile version