জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর ১৬ মার্চ জাতীয় ভ্যাকসিন দিবস উদযাপন করা হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয় জাতীয় ভ্যাকসিন দিবস। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচী। এদিন রাজ্যভবনে প্রথমবারের মতো জাতীয় ভ্যাকসিন দিবস উদযাপন করা হয়।
উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। পশ্চিম জেলার স্বাস্থ্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হয় এদিনের কর্মসূচী। আগরতলা রাজভবনে জাতীয় ভ্যাকসিন দিবসে শিশুদের ডোজ খাইয়ে দেন রাজ্যপাল। এছাড়া স্বাস্থ্য কর্মীরা শিশু- মায়েদের টিকা দেওয়া হয়। কর্মসূচী ঘিরে ভালো সাড়া পড়ে।