জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় দেড়কানি জায়গার ড্রাগন ফ্রুটস এর গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তিপরা মথা দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ মোহনপুর বিধানসভা কেন্দ্রের কালাছড়া গ্রাম পঞ্চায়েতের দেবাপুর গ্রামের বিজেপি বুথ সভাপতি মনোরঞ্জন দেববর্মার ড্রাগন ফ্রুটস এর বাগানটি রাতের আঁধারে ধ্বংস করে দিয়েছে ওই এলাকারই তিপরা মথা সমর্থিত দুষ্কৃতিকারীরা।একই সঙ্গে জল নিকাশের ব্যবস্থা পাইপ লাইন ভেঙ্গে ধ্বংস করে দিয়েছে। দুষ্কৃতিকারীরা রাজনৈতিক হিংসা চরিতার্থ করার লক্ষ্যেই এই কাণ্ড সংঘটিত করেছে বলে অভিযোগ। খবর পেয়ে বুধবার মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কালাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মোহনপুর বিধানসভার বিজেপির স্থানীয় নেতৃত্বরা মনোরঞ্জন দেববর্মার বাগান পরিদর্শনে যান। তাদের দাবি অবিলম্বে যাতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।