জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আক্রমন করতে এসে, জনতার ধোলাই খেয়ে একেবারে হাসপাতালের বেডে আক্রমণকারী। চেয়েছিল রাজনৈতিক রং চড়িয়ে পরিবেশ উত্তপ্ত করার জন্য। তাতেও জল ঢেলে দিল দক্ষিণ সোনাইছড়ির প্রধান সহ উপপ্রধান। একসময় এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলেও উপপ্রধান সহ ৩১ নং বুথের প্রাক্তন বুথ সভাপতির তৎপরতায় পরিবেশ শান্ত হয়ে উঠে।ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায় । আক্রমনকারীর নাম মিঠুন মজুমদার। জনতার ধোলাই খেয়ে বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।মিঠুনের সন্ত্রাশের হাত থেকে নিজের জন্মদাত্রী মা, জন্মদাতা বাবাও রক্ষা পায়নি বলে অভিযোগ। নেশায় বুদ হয়ে, যখন তখন যাকে তাকে গালিগালাজ এমনকি মারধরের ঘটনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোমবারও নেশায় বুদ হয়ে মিঠুন এলাকারই সুমন দত্তের বাড়িতে গিয়ে উঠে আক্রমন করতে।