জনতার কলম ওয়েবডেস্ক:-চড়িলাম আড়ালিয়া (বিশালগড় থানা): রাজনৈতিক প্রতিহিংসার জেরে চড়িলাম আড়ালিয়ার উত্তরমুড় এলাকার এক জলাশয়ে বিষ মেশানো হয়েছে। এর ফলে পুরো পুকুরের মাছ মরে ভেসে উঠেছে এবং দুর্গন্ধে পুরো এলাকা ছেয়ে গেছে। মাছের ক্ষতি প্রায় আড়াই লাখ টাকা ছাড়িয়েছে।
এলাকার বন দপ্তরের ইডিসি (ইকো ডেভেলপমেন্ট কমিটি) প্রকল্পের অধীনে প্রায় দুই কানির উপর জলাশয় চাষ করে এলাকার ৯ জন যুবক। তাদের মধ্যে আবুজাহান সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন, “যদি পুকুরের মাছগুলো ধরে খেয়ে ফেলত, আমাদের দুঃখ হত না। কিন্তু এইভাবে বিষ ঢেলে মাছ মারা ঠিক হয়নি। আল্লাহ এটার বিচার করবেন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনা মূলত শাসক ও শাসকের শরিকির দ্বন্দ্বের ফল। যদিও কেউ মুখ খুলতে চায়নি, তবে গোটা এলাকা বিষয়টি জানে। বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।