Site icon janatar kalam

রাজধানীর মহাকরণ চত্বরে যান দুর্ঘটনায় আহত এক বাইক চালক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান সন্ত্রাস কিছুতেই থামছে না। রাজধানীতেও আকছার ঘটছে দুর্ঘটনা। ফের দুর্ঘটনা ঘটলো শহরে। মহাকরণ চত্বরে যান দুর্ঘটনায় আহত এক বাইক চালক। ঘটনাটি ঘটে মহাকরণের মূল ফটকের সামনে ভিআইপি রোডে। আহত বাইক চালক জানান তিনি রাস্তার পাশ দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন।

আচমকা একটি অটো উল্টো দিক দিয়ে চলে আসে। ফলে উনার বাইকের সামনে চলে আসে অটোটি। এতে পড়ে গিয়ে আহত হন বাইক চালক।বাইক থেকে পড়ে যাওয়ার ফলে বাইক চালক পায়ে আঘাত পান।আহত বাইক চালককে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান।

Exit mobile version