জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর বিভিন্ন এলাকার জলাশয়-পুকুরগুলি সাজিয়ে তুলছে পুর নিগম। এমনই একটি জলাশয় হল রাজধানীর জয়নগরস্থিত যুব সমাজ ক্লাব সংলগ্ন পুকুরটি। নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার পুকুরটি পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
সাথে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। পুর নিগমের মেয়র পুকুরটি পরিদর্শন করে জানান দীর্ঘ বছর পুরানো এই পুকুরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে পৌর নিগমের পক্ষ থেকে।
আধুনিক ব্যবস্থার মাধ্যমে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর কাছে পুকুরটি ব্যবহারের উপযোগী করে তোলা হবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্য চেষ্টা চলছে। তার জন্য ব্যয় হবে প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানান তিনি।