জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো উদ্ধার মৃতদেহ ঘটনা পশ্চিম ভুবন বন এলাকায়। জানা যায় গতকাল রাতে স্থানীয় নেতাজি ক্লাবে পূজা উপলক্ষে একটি মিটিং অনুষ্ঠিত হয় মিটিং শেষে প্রাকৃতিক কাজ করার উদ্দেশ্যে বলরাম সাহা বয়স ৩৮ ক্লাব সংলগ্ন একটি ফাঁকা জায়গায় এসেছিলেন এবং যখন উনাকে চা খাওয়ার জন্য ডাকা হয় তিনি পুনরায় ক্লাবের সম্মুখে যান কিন্তু তারপর থেকে উনাকে আর খুঁজে পাওয়া যায় না রাত্র সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার আগ অবধি মোবাইল ফোন খোলা ছিল যখনই সাড়ে বারোটা বাজে মোবাইল ফোন বন্ধ দেখা দেয়। রাতে উনাকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু রবিবার সকালে চান্দিনা মুরা এলাকায় একটি খালে সেই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল তদন্তে পুলিশ। এদিন সংবাদমাধ্যমকে মৃতের নিকট আত্মীয় জানান সকালে গরু চরাতে এসে একজন মহিলা সে মৃতদেহকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে সে বিষয়ে খবর দেন সেখানে আসেন নিকট আত্মীয়রাও ওরা মৃত বলরাম সাহার পোশাক দেখে বুঝতে পারেন যে মৃতদেহটি বলরাম সাহার, কিন্তু যে পরিকল্পিতভাবে খুনটি করা হয়েছে তা ঘটনাস্থলে পদচিহ্ন দেখে বুঝা যাচ্ছে যে ঘটনাটি কোন দুর্ঘটনা কিংবা আত্মহত্যা নয় সেটি হল পরিকল্পিত খুন। তাছাড়া এই ঘটনা পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি।
রাজধানীর পশ্চিম ভুবন বন এলাকায় উদ্ধার এক যুবকের মৃতদেহ
