Site icon janatar kalam

রাজধানীর তিনটি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের জন্য শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ নিয়ে বিরোধীরা রাজনীতি করার জন্য শুধু বিরোধিতা করছে। রাজধানীর তিনটি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের শিলান্যাস করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি দাবি করেন,শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ নিজেদের টাকায় জায়গা ক্রয় করেছে। পরিকাঠামো গড়ে তুলছে। ম্যান পাওয়ারও তাদের।

রাজ্য সরকার শুধুমাত্র আইজিএম হাসপাতালে যেন তাদের কলেজের পড়ুয়ারা পঠন পাঠন করতে পারে তার জন্য দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে দিয়েছে। সোমবার সোমবার রাজধানীর সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুর, ভেটেরিনারি হাসপাতালের লেইক ও উজান অভয়নগর বাজারস্থিত পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের কাজের সূচনা হয়। অমরুত প্রকল্পের অধীনে হবে এই কাজ।

এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই তিনটি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের জন্য শিলান্যাস করা হয়। শিববাড়ি এলাকায় হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান তথা কর্পোরেটর রত্না দত্ত,পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ, মনিপুরের সিজা হাসপাতালের সাথে মৌ স্বাক্ষরের বিষয়।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,সোমবার প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপন হয় জিবিতে। মুখ্যমন্ত্রী বলেন, অমরুত ২.০ প্রকল্পে অর্থে তিনটি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এর ৯০ শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার। ১০ শতাংশ অর্থ দেবে রাজ্য সরকার। এদিন অনুষ্ঠানে এলাকার অনেক লোকজন অংশ নেন। বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

 

Exit mobile version