জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান সন্ত্রাস কিছুতেই থামছে না রাজ্যে। একের পর এক ঘটে চলেছে দুর্ঘটনা। রাজধানীতেও পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। বুধবার রাতে ফের ঘটলো মারাত্মক পথ দুর্ঘটনা। এবার উড়ালপুলে। ঘটনায় আহত ৪ জন। রাতের বেলা ফ্লাইওভারের রেলিং এ ধাক্কা এলতি প্রাইভেট কার। ঘটনা এডি নগর ফায়ার স্টেশন সংলগ্ন ঘটনার শব্দ পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে দেখেন দুর্ঘটনায় কবলে গাড়ি।
সঙ্গে সঙ্গে তারা আহতদের উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। আহত চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতরা হলেন প্রসেনজিৎ চক্রবর্তী, প্রবীন বসাক শীল, মলয় কুমার সাহা, কমল কৃষ্ণ সাহা। বর্তমানে দুর্ঘটনা গ্রস্ত গাড়ি এডি নগর থানায় নিয়ে গেছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রাথমিক ধারণা দ্রুত গতিতে চালানোর ফলেই ঘটেছে ঘটনাটি।